Mehedi Hasan Pranta
30 December, 2022
পরম যত্নে শুইয়ে দিয়েছি তোমায় নানী
তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে জানি
সবাইকে কাদিয়ে অবশেষে
একা চলে গেছ না ফেরার দেশে
কোথায় গেলো তোমার সেই সুস্বাদু রান্না
হয় তো আর কোনদিন খাওয়া হবে না
সেদিন ও বললে কথা আজ কেন নির্বাক?
তোমার চলে যাওয়াতে হয়ে গেছি হতবাক
খুব যত্নে রেখেছি তোমার সেই লাল চাদরটা
হয়তো জড়িয়ে নিবো যখন কাদবে মনটা
ডাক্তার করতো তোমায় পান খেতে বারণ
কে জানে এই পান ই হবে জীবন নাশের কারণ
হঠাৎ করে আজরাইল করলো হস্তক্ষেপ
বলা হলো না শেষ কথা রয়ে গেল আক্ষেপ
ঠিক যেন মাগরিবের পরে
শুইয়ে তোমায় খাটিয়ার ওপরে
হয়েছি রওনা শেষ ঠিকানায়
কেন এভাবে চলে গেলে হায়?
দেই নি বালিশ ,দেই নি কম্বল ভীষণ শীতের রাত
কীভাবে ঘুমাবে তুমি, ভাবলে লাগে মনে আঘাত
মুড়িয়ে দিয়েছি একটা সাদা কাপড়ে
বাশে ঢেকে দিয়েছি সেই ছোট্ট ঘরে
বাশের ওপর দিয়েছি শীতল পাটি
তার ওপরে চিন কাগজ সাথে দিয়েছি মাটি
রেখে এসেছি একা তাজপুর গোরস্থানে
ঘুমাও তুমি এখানে নিশ্চিন্তে, আনমনে
ডাক্তার এখন আর পড়াবে না কেনোলা
আর সইতে হবে না সে ভীষণ জ্বালা
কীভাবে একা চলে গেলে অভিমানী?
পরম যত্নে শুইয়ে দিয়েছি তোমায় নানী
আর কখনো ফিরে আসবে না জানি
তাই পরম যত্নে শুইয়ে দিয়েছি তোমায় নানী
ওপারে ভাল থেকো আমাদের প্রিয় নানী
পরম যত্নে শুইয়ে দিয়েছি তোমায় নানী