The Day of Death / Disposal


Mehedi Hasan Pranta

13 December, 2019

একদিন দুনিয়ার এই আলো বাতাস ছেড়ে , আত্বীয় স্বজন ,ভাই-বন্ধু ,পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে মহান রব্বুল আলামিন এর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে ওইপাড়ে।হুট করেই হয়তো মালাকুল মাউত এসে হাজির হয়ে আমার দেহ থেকে আত্নাটাকে টেনে বের করে নিয়ে যাবে । সেদিন চলে যেতে হবে হৃদয়ের বন্ধন কে ছিন্ন করে , মায়ার বাঁধন কে ছিড়ে ,অনেক দিনের সম্পর্ককে ছিন্ন করে।স্বার্থপরের মত সবাইকে কাঁদিয়ে চলে যেতে হবে সেদিন একা একা অনেক অনেক দূরে ,যেখান থেকে আর কোনদিন ও ফিরে আসবো না । সেখানে হয়তো থাকবে না পৃথিবীর মত আকাশের সেই নীল,সেই সবুজ ঘাস ,সেই মাটি ,সেই রিমঝিম বৃষ্টির গুড়িগুড়ি শব্দ ,সেই বজ্রপাতের হুঙ্কার ,থাকবে না সেই কোলাহলপূর্ণ আমেজ ,সেই পাখির ডাক ,সেই সুন্দর সুর্যাস্ত ,সেই সুর্যোদয় । সেই সতেজ প্রাঞ্জল বিকাল।

তখন অনেক মিস করবো এই জীবন টাকে, জীবনের সেইসব স্মৃতিগুলোকে ,বন্ধু বান্ধবের সাথে সেই আড্ডা দুষ্টামিগুলোকে ,সবার সাথে কাটিয়ে আসা সময়গুলোকে । মিস করবো জীবনের রঙিন মূহুর্তগুলোকে । সেদিন কেউ আমাকে প্যারা দিবে না ,কেউ আমাকে ব্লেইম দিবে না ,কারো সেদিন আমার প্রতি কোন অভিযোগ থাকবে না।সেদিন আমার জন্য থাকবে সবার শুধুই সহানুভুতি ।সেদিন সবাই আমাকে ভালবাসবে ।সবাই আমাকে অনেক কেয়ার করবে । আমার মৃত্যুর খবর শুনে সেদিন দুর-দুরান্ত থেকে ছুটে আসবে প্রিয়জনেরা,কাছের মানুষেরা ।শেষবারের মত আমাকে বিদায় দিতে ,আল-বিদা বলতে ,শেষবারের মত আমার মুখটা দেখতে।আমার জানাজায় শরীক হতে । আমার এত যত্নে গড়া দেহটাকে সেদিন ঘর থেকে বাহিরে বের করে দিবে ঘরের মানুষেরা ই যারা আমার আপনজন ছিলো। নিথর দেহটা পড়ে থাকবে বাহিরে একটা খাটে ।কেউ কেউ হয়তো দেহটার কাছে এসে চোখের পানি ফেলবে । কেউ কেউ হয়তো আফসোস ও করবে । প্রিয়জনেরা সেদিন আমাকে অনেক যত্ন করে গোসল করিয়ে ,পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁধে তুলে নিয়ে যাবে জানাজার জন্য । জানাজ শেষে কালেমায় শাহাদাত এর ধনিতে রওনা হবে আমাকে আমার আসল ঠিকানায় পৌঁছে দিতে ।আমার ভাই বন্ধুরা তখন সঙ্গী হবে আমার লাশের খাটিয়াটা ধরে আমার জীবনের শেষ যাত্রায় । শেষ গন্তব্যস্থল সবচেয়ে পবিত্র জায়গা গোরস্থানে পৌঁছে ভাই বন্ধুরা আমাকে যত্ন করে শুইয়ে দিবে একটা অন্ধকার সাপ-বিচ্ছুর ঘরে। তারা তখন নিজ হাতে মাটি দিয়ে আমার ঘরটাকে ঢেকে দিবে । তারপর সেই সুন্দর ঘরটায় আমাকে একা ফেলে চলে আসবে আপনজনেরা ।আমি অনেক চিৎকার করে বলবো ,"আমাকে একা ফেলে যেওনা " । কিন্তু তারা আমাকে একা ফেলেই চলে আসবে সেই অন্ধকার ঘরে । সেই ঘরে কোন দরজা ,জানালা,বারান্দা কিছুই থাকবে না ।জানি না কেমন হবে সেখানে প্রথম রাত । সেখানে আমি ঘুমাবো জীবনের সব চিন্তা বাদ দিয়ে।সেখানে কেউ আমাকে বিরক্ত করবে না।এখনকার মত বাবা মা এসে বলবে না ওঠ সকাল হয়ে গেছে। এই ঘুম থেকে আর কোনদিন ও জাগবো না । আর ফিরে আসবো না এই পৃথিবীর বুকে । এভাবেই হারিয়ে যাবো হঠাৎ করেই সবার মাঝ থেকে ।